নড়াইলে ২০ মাইল হেটে জেলা প্রশাসকের কাছে খাদ্য সহায়তা চাইলেন ঋষি সম্প্রদায়ের মানুষ

4
238
নড়াইলে ২০ মাইল হেটে জেলা প্রশাসকের কাছে খাদ্য সহায়তা চাইলেন ঋষি সম্প্রদায়ের মানুষ
নড়াইলে ২০ মাইল হেটে জেলা প্রশাসকের কাছে খাদ্য সহায়তা চাইলেন ঋষি সম্প্রদায়ের মানুষ

স্টাফ রিপোর্টার

নড়াইলে করোনা সংকটে সরকারী অনুদান না পেয়ে ঋষি সম্প্রদায়ের মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১টার দিকে নড়াইল প্রেসক্লাবের সামনে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঋষি সম্প্রদায়েরা এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য দেন ঋষি সম্প্রদায়ের সুধির, দুলাল, অনুপ, বিকাশ, গোলক প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী আমরা ঘরের বাইরে যাইনি। করোনা ভাইরাসের কারনে আমরা পেশাগত কাজ করে আয় রোজগার করতে পারিনাই। কিন্ত আমরা কলোড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঋষি সম্প্রদায়ের ২৭ পরিবার সরকারী-বেসরকারি অনুদানের চাল ডাল তেল কিছুই পাইনি। স্থানীয় মেম্বরকে এসব সাহায্যেও ব্যাপারে জানালে তিনি বলেছেনম তোমাদের দেওয়া সম্ভব না। এ কারণে আমরা সরকারী নিষেধ অমান্য করে ২০ মাইল হেটে জেলা প্রশাসক মহোদয়ের কাছে অভিযোগ দিতে এসেছি। আমরা খাবার চাই, বাঁচতে চাই। আমরা আপনাদের সকলের কাছে এর বিচার চাই।

এ বিষয়ে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন,অভিযোগ পেয়েছি। পর্যায়ক্রমে সবাই সরকারী অনুদান পাবে। যারা এখন পর্যন্ত সরকারী অনুদান পায়নি তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।