নড়াইলের লোহাগড়ায় সাড়ে সাতশ’ পরিবারের মধ্যে দম্পতির চাউল বিতরণ

8
16
নড়াইলের লোহাগড়ায় সাড়ে সাতশ' পরিবারের মধ্যে দম্পতির চাউল বিতরণ
নড়াইলের লোহাগড়ায় সাড়ে সাতশ' পরিবারের মধ্যে দম্পতির চাউল বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় এক দম্পতি সাড়ে সাতশ পরিবারের মধ্যে চাউল বিতরণ করেছেন। জানা গেছে, বুধবার পৌরসভার মশাঘুনি গ্রামে নিজ বাড়িতে আট গ্রামের প্রতিনিধিদের কাছে ওই চাউল হস্তান্তর করেন আনিশা এন্টারপ্রাইজের চেয়ারপার্সন রোজিয়া সুলতানা চামেলি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অফিসার্স কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাসুদ দম্পতির। চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফয়জুল হক রোম, যুবলীগ নেতা ছদর উদ্দিন শামীম, পৌর কাউন্সিলর বুলবুল ইসলাম, শাহজাহান সিরাজ প্রমুখ।

মাসুদ বলেন, করোনা পরিস্থিতিতে সাড়ে সাতশ পরিবারকে ৮ কেজি করে চাউল দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। বিতরণ প্রতিনিধি এটিএম সালাউদ্দিন জানান, লোহাগড়া পৌর এলাকার লক্ষ্মীপাশা, গোপীনাথপুর, রাজুপুর, খলিসাখালী, সিংগা, মশাঘুনি, রামপুর, কচুবাড়িয়া গ্রামের দরিদ্র মানুষের মাঝে এসব চাউল বিতরণ করা হয়।