নড়াইলে করোনা সংকটে ২০০ ক্ষতিগ্রস্থ কর্মজীবী ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

4
21
নড়াইলে করোনা সংকটে ২০০ ক্ষতিগ্রস্থ কর্মজীবী ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নড়াইলে করোনা সংকটে ২০০ ক্ষতিগ্রস্থ কর্মজীবী ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলে করোনা ভাইরাস সংকটে অঘোষিত লকডাউনের কারণে ক্ষতিগ্রস্থ দুইশত কর্মজীবী ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) নড়াইল প্রেসক্লাব চত্বরে নড়াইল জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের আয়োজনে ক্ষতিগ্রস্তদের মাঝে এ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক আনজুমান আরা।

ক্ষতিগ্রস্তদের জনপ্রতি ৫ কেজি চাল, আধা কেজি পেয়াজ, ১কেজি আলু, আধা কেজি ডাল, ১ কেজি লবন ও ১টি সাবান দেয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান হোসেন,জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খান বুলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারন সম্পাদক মোঃ শামীমূল ইসলাম টুলু, এ্যাসোসিয়েশনের কোষাধ্যাক্ষ মোঃ হাফিজুর রহমান মল্লিক, এ্যাসোসিয়েশনের কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বাহার,অলোক কুমার কুন্ডুসহ এ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।