সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তায় বের রুখতে নড়াইলে প্রশাসনের মোবাইল কোর্ট

0
189
সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তায় বের রুখতে নড়াইলে প্রশাসনের মোবাইল কোর্ট
সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তায় বের রুখতে নড়াইলে প্রশাসনের মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার

সরকারি নির্দেশনা অমান্য করে সাধারণ মানুষ রাস্তায় বের হওয়ায় নড়াইলে বিভিন্ন রাস্তায় প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত ও জনসচেতনতা বার্তা প্রচার করা হয়েছে। মঙ্গলবার শহরের রূপগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল এ কার্যক্রম পরিচালনা করে।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল্লা আল মুমিন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা নাছরিনের নেতৃত্বে এ সময় জন সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হয় এবং অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া সাধারন মানুষকে সর্তক করা হয় ও রাস্তায় বের হতে নিষেধ করা হয়। এছাড়া একই সাথে ইজিবাইক-ইজিভ্যান ও নসিমন-করিমন, মটরসাইকেল চলাচল না করা জন্য অনুরোধ জানানো হয় এবং আইন অমান্য করলে জরিমানাসহ শাস্তি প্রদান করা হবে বলে তাদের সর্তক করা হয়।

নড়াইল জেলার তিনটি উপজেলায় নতুন ৩১ জনসহ মোট ৪৮৬ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত সর্বশেষ গত ২৪ ঘন্টায় ৩১ জন নতুন করে হোম কোয়ারেন্টিনে এসেছেন। এদের মধ্যে সদরে ৩ জন, লোহাগড়ায় ৮ জন ও কালিয়ায় ২০ জন ।

নড়াইল সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেন জানান, এ পযর্ন্ত জেলায় মোট ৪৮৬ জন হোম কোয়ারেন্টিনে আছেন, এর মধ্যে সদরে ১৮৬ জন, লোহাগড়ায় ৮৪ জন এবং কালিয়ায় ২১৬ জন। আজ ৩৭ জন সহ এ পযর্ন্ত মোট ১৭১ জনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে।