নড়াইলের কালিয়ায় সরকারি শতবর্ষী বটগাছ ক*র্তনের অভিযোগ

2
67
নড়াইলের কালিয়ায় সরকারি শতবর্ষী বটগাছ ক*র্তনের অভিযোগ
নড়াইলের কালিয়ায় সরকারি শতবর্ষী বটগাছ ক*র্তনের অভিযোগ

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণ করতে শতবর্ষী একটি বটগাছ কে*টে ফেলেছে এক ভূমিদ*স্যু। শনিবার সকালে উপজেলার নড়াগাতি বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত ওই গাছটি কাটার ঘটনায় এলাকাবাসির মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নড়াগাতি থানা সদর বাজারের শতবর্ষী বটগাছটি সংলগ্ন আধা শতক জমি একসনা ইজারা বন্দোবস্ত নিয়ে নড়াগাতী থানার কেসবপুর গ্রামে আসাদ চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী একটি টিনসেট দোকানঘর নির্মাণ করেন। পরবর্তীতে তিনি ওই বটগাছের গাঁ ঘেষে আধাপাকা দোকান ঘর নির্মাণ করার সময় গাছটির প্রধান কয়েকটি শিকড় কে*টে ফেলেন। এর ফলে শনিবার দুপুরে ওই বটগাছটি উপড়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত রুবেল চৌধুরী গাছ কা*টার কথা অস্বীকার করে বলেন, ‘ডিসিআরের জায়গায় কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে আধাপাকা দোকানঘর নির্মাণ করেছি। বটগাছটি নিজে থেকেই উপড়ে পড়েছে।’ কালিয়ার ইউএনও মো.নাজমুল হুদা বলেন, ‘শতবর্ষী বটগাছটির বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’