আজ ৫০তম মহান স্বাধীনতা দিবস, জাতীয় কর্মসূচি বাতিল

664
22

নিউজ ডেস্ক

আজ ২৬শে মার্চ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। জাতি আজ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার জন্য র*ক্তক্ষ*য়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ৫০তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করবে।

স্বাধীনতার এই ৪৯ তম বার্ষিকীতে জাতি মুক্তিযুদ্ধে আ*ত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবে। তবে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে সাভার জাতীয় স্মৃতি সৌধ ও ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোসহ সকল জাতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলো স্বাধীনতা দিবসের সকল কর্মসূচি বাতিল ঘোষণা করেছে।

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে ব*র্বর পাকিস্তানি হা*নাদার বাহিনী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে অপারেশন সার্চ লাইটের নামে নির*স্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অ*স্ত্রে সজ্জিত হয়ে হা*মলার মাধ্যমে বাঙালি জাতির জীবনে যে বিভী*ষিকাময় যু*দ্ধ চাপিয়ে দিয়েছিল দীর্ঘ নয় মাসে মরণপণ লড়াইয়ের মাধ্যমে বাংলার দামাল সন্তানেরা এক সাগর র*ক্তের বিনিময়ে সে যু*দ্ধে বিজয় লাভ করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে।

১৯৭০-এর সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করা সত্ত্বেও বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সেনারা বাঙালি বেসামরিক লোকজনের ওপর গণহ*ত্যা শুরু করে। তাদের এ অভিযানের মূল লক্ষ্য ছিল আওয়ামী লীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সকল রাজনৈতিক নেতা-কর্মী এবং সকল সচেতন নাগরিককে নির্বিচারে হ*ত্যা করা।

সেনা অভিযানের শুরুতেই হানা*দার বাহিনী বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোন মূল্যে শ*ত্রুর বি*রুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মুহূর্তের মধ্যেই বঙ্গবন্ধুর এ ঘোষণা ওয়্যারলেসের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দেয়া হয়। সূত্রঃ বাসস