নড়াইলে তিন দিনব্যাপি দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০২০ অনুষ্ঠিত

0
60
নড়াইলে তিন দিনব্যাপি দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০২০ অনুষ্ঠিত
নড়াইলে তিন দিনব্যাপি দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০২০ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে শেষ হল তিন দিনব্যাপি দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০২০। “ প্রাণের আলো জ্বালি তোমার তরে” স্লোগানকে সামনে রেখে শনিবার (২২ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারী) চিত্রশিল্পী এস.এম সুলতান মঞ্চ চত্বরে এ প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠনে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেল প্রশাসক (রাজস্ব) মাহাবুবুর রশিদ। নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠনের প্রধান আলোচক খুলনা আইজিপিএস এর সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, চিত্রা থিয়েটারের সভাপতি প্রফেসর মুন্সী মো: হাফিজুর রহমান, খুলনা কেপিএস এর সাধারণ সম্পাদক নূরুল হক লাভলু প্রমুখ।

দেশের ৪৮টি জেলা থেকে ৭০জন ফটোগ্রাফার ৬টি ক্যাটাগারিতে ৫৩০টি ছবি এই প্রদর্শনীতে জমা দিয়েছিলেন। এখান থেকে প্রদর্শনীর জন্য ১০৭টি চবি বাছাই করা হয়। সম্মানিত ২জন বিচারক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যায়ের উপ-রেজিষ্ট্রার (ফটোগ্রাফি) আবু সিদ্দিক রোকন ও সহ-রেজিষ্ট্রার (ফটোগ্রাফি) সিদ্দিকুর রহমান ৯টি ফটোগ্রাফিকে নির্বাচিত করেন। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী নারায়নগঞ্জের জয় সাহা, দ্বিতীয় স্থান অধিকারী কুষ্টিয়ার মো: মাসুদুর রহমান এবং তৃতীয় স্থান অধিকারী শেরপুরের শাহ্ নেওয়াজ জসিমকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী অনান্য ৭০জন আলোকচিত্রীকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।