নড়াইলে তিন দিনব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০২০

4
26
দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা
নড়াইলে তিন দিনব্যাপি দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০২০ শুরু হয়েছে।

নড়াইল প্রতিনিধি

নড়াইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপি দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী-২০২০। আগামি শনিবার (২২ ফেব্রুয়ারী) থেকে ২৪ ফেব্রুয়ারী চিত্রশিল্পী এস.এম সুলতান মঞ্চ চত্বরে এ প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে,দেশের ৪৮টি জেলা থেকে ৭০জন ফটোগ্রাফার ৬টি ক্যাটাগারিতে ৫৩০টি ছবি এই প্রদর্শনীতে জমা দিয়েছেন। এখান থেকে প্রদর্শনীর জন্য ১০৬টি চবি বাছাই করা হয়েছে। সম্মানিত ২জন বিচারক ৯টি ফটোগ্রাফিকে

নির্বাচিত করেছেন। এদের মধ্যে ৬জনকে ক্রেষ্ট প্রদান করা হবে এবং ৩জনকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হবে।
নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিজা জানিয়েছেন, ফটোগ্রাফির মানকে উন্নত ও তাদের উৎসাহিত করা এবং মেধাবী ফটোগ্রাফার তৈরিতে এই প্রদর্শনী এবং প্রতিযোগিতা অনুপ্রেরণা যোগাবে।