নড়াইলের কালিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

0
18
নড়াইলের কালিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ
নড়াইলের কালিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

স্টাফ রিপোর্টার

২০১৯-২০ অর্থ বছরে, ১৬ জেলায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য কৃষি পুর্নবাসন কর্মসূচীর আওতায় ভূট্টা, বসত ভিটায় শাক-সবজি ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ চাষের জন্য নড়াইলের কালিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬’শ কৃষকের মাঝে ভূট্টা ও সবজি বীজ, এমওপি ও ডিএফপি সার বিতরন করা হয়। ৩০০ জন ভুট্টা চাষির মাঝে প্রতিজনকে ২ কেজি বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি এবং ৩০০ জন সবজি চাষীর মাঝে প্রতিজনকে ২৯০ গ্রাম বীজ, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদার সভাপতিত্বে কালিয়া পৌরমেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি , উপজেলা কৃষি কর্মকর্তা সুবির বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগণসহ উপকারভোগি কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন।