নড়াইলে দু’দিনব্যাপী স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মতিথি উৎসব পালিত

11
22
নড়াইলে দু’দিনব্যাপী স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মতিথি উৎসব পালিত
নড়াইলে দু’দিনব্যাপী স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মতিথি উৎসব পালিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে দুদিনব্যাপী (১৭ ও ১৮ জানুয়ারী) স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মতিথি উৎসব পালিত হয়েছে। নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিলো মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও প্রার্থনা, বিশেষ পূজা, হোম, ভজন সঙ্গীত, ধর্মগ্রš’ পাঠ, ধর্মসভা, প্রসাদ বিতরণ ও দুঃ¯’ গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

শনিবার বিকেলে রামকৃষ্ণ মিশনে জন্মতিথি উৎসব উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নড়াইল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ নন্দজি, যশোর রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক স্বামী আত্মবিভানন্দ মহারাজ, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনতি বোস প্রমুখ। সভা শেষে ভারতীয় হাইকমিশনের অর্থায়নে গরীব শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।