আজ পহেলা বৈশাখের দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ

278
94

নিউজ ডেস্ক/এমএসএ

আজ পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। ১৮ মার্চ রবিবার সন্ধ্যায় দেশের কোথাও রজব মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২০ মার্চ মঙ্গলবার থেকে ১৪৩৯ হিজরির রজব মাস গণনা শুরু হয়। ১৮ মার্চ, ২০১৮ রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে এক সভায় ১৪ এপ্রিল শবে মেরাজ পালনের সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।

ফারসি ‘শব’ এর অর্থ রাত্র বা অন্ধকার এবং আরবি ‘মেরাজ’ এর অর্থ ঊর্ধ্বারোহণ। মুসলমানদের ধর্ম অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মোহাম্মদ (স:) আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন।

ইসলামে মেরাজ বিশেষ তাৎপর্য বহন করে। কারণ এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ নির্ধারিত হয়।

হযরত মুহাম্মদের (সা:) নব্যুয়াতের একাদশ বৎসরের (৬২০ খ্রিষ্টাব্দ) রজব মাসের ২৬ তারিখের দিবাগত রাতে প্রথমে কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস পৌছান এবং সেখানে জামাতে ইমামতি করেন। এরপর তিনি বোরাকে চড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ঊর্ধ্বারোহণ করেন।