নড়াইলে অজ্ঞাত শিশু উদ্ধারের পর তার আশ্রয় হলো খুলনার ছোট মনি নিবাসে

1
114
নড়াইলে অজ্ঞাত শিশু উদ্ধারের পর তার আশ্রয় হলো খুলনার ছোট মনি নিবাসে
নড়াইলে অজ্ঞাত শিশু উদ্ধারের পর তার আশ্রয় হলো খুলনার ছোট মনি নিবাসে

স্টাফ রিপোর্টার

নড়াইলে অজ্ঞাত ১ বছরের ছেলে শিশুকে উদ্ধারের পর তাকে খুলনায় ছোট মনি নিবাসে পাঠানো হয়েছে। রোববার (১২ জানুয়ারী) তাকে খড়ের গাদার মধ্য থেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন বাবুর বাড়ির পাশের খড়ের মধ্য থেকে রোববার ভোরে কান্নারত অবস্থায় স্থানীয়রা এ শিশুকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে। ছেলেটির পরনে শীতের পোশাক ও পায়ে জুতা ছিলো।

শিশু উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা সদর থানার এ.এস.আই শরিফুল জানান, শিশুটিকে পুলিশের হেফাজত থেকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে খুলনায় ছোট মনি নিবাসে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নড়াইল সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদার জানান, রোববার (১২ জানুয়ারী) বিকেলে উদ্ধারকৃত ওই শিশুকে খুলনার মহেশ্বরপাশায় ছোট মনি নিবাসে রেখে আসা হয়েছে। তাকে চিকিৎসক দেখানো হয়েছে। সে সুস্থ এবং ভালো আছে। শিশুর বাবা-মায়ের নাম ঠিকানা এখনও জানা যায়নি বলে জানান।