নড়াইলে সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

2
22
নড়াইলে সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নড়াইলে সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলে দুঃস্থ ও গরীব শীতার্তদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার চালিতাতলা সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে চালিতাতলা সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্টের সভাপতি মোঃ আনোয়ার হোসেন পান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুব কুমার ভদ্র, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিখিল রঞ্জন সাহা, প্রলয় কান্তি সমাদ্দার, অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইসাহক মিয়া, সৈয়দ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক উত্তম কুমার দাস, নাসরিন আক্তার, সম্মিলনী প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ সামিউল হাসান। স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সদস্য মোঃ রেজাউল ইসলাম এবং পরিচালনা করেন সদস্য মেসবাহুর রহমান।

বক্তব্যকালে প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘বন্ধু কল্যাণ ট্রাষ্ট শীতবস্ত্র বিতরণের পাশাপাশি, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতাসহ মানবতার সেবা করে আসছে। বন্ধু কল্যাণ ট্রাস্টের মতো যদি বিভিন্ন স্কুল-কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এগিয়ে আসলে আমাদের সমাজে দরিদ্র মানুষের কোন কষ্ট থাকবে না। এছাড়া সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় ট্রাষ্টের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।