নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

0
360
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া-নহাটা সড়কের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর হোসেন ইশা (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশা যশোরের বাঘারপাড়া উপজেলার হাগড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় গ্রামবাসী মুক্তিপ্রসাদ চ্যাটার্জি জানান, ব্রাহ্মণডাঙ্গার সড়ক দিয়ে বালি বোঝাই একটি ট্রাক ভুল ভাবে (রং সাইড) লোহাগড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ইশা সড়কের উপর আছড়ে পড়েন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচকে যায়। স্থানীয়রা গুরুতর আহত ইশাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নড়াইল সদরের তুলারামপুর এলাকায় পৌঁছালে ইশা মারা যান।

নলদী পুলিশ ফাঁড়ির এএসআই বদিয়ার রহমান জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক ও তার সাহায্যকারী (হেলপার) পালিয়ে গেছে।