নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

6
210
কালিয়ায় যুবককে কুপিয়ে আহত ॥ আটক ৪
নড়াইল জেলা

স্টাফ রিপোর্টার

খালে মাছ ধরাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ছেলে আসলাম গাজী (৪৪) নিহত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় আসলামের স্ত্রী ফাতেমা (৩৫) ও বাবা ইদ্রিস গাজীসহ (৬০) উভয়পক্ষের ১৪ জন আহত হয়েছে। এর আগে ওইদিন (বুধবার) সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত আসলামকে সুচালো বল্লম দিয়ে গলায় ক্ষত-বিক্ষত করা হয়।

স্থানীয়রা জানান, কালিয়ার চালিতাতলা গ্রামের কাদের মোল্যা ও ইদ্রিস গাজী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন যাবত আধিপত্যের লড়াই চলে আসছে। বুধবার সকালে ইদ্রিস সমর্থক জসিম গাজীসহ তাদের লোকজন ওই গ্রামের খালে মাছ ধরতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় কাদের মোল্যা পক্ষের নবাব মোল্যা (২৭), মুরসালিন শেখ (২৮) ও রিফায়েত মোল্যা এবং ইদ্রিস পক্ষের ইদ্রিস গাজী, আসলাম গাজী, স্ত্রী ফাতেমা, ইলিয়াস গাজী (৫০), শাহিদুল শেখ (৪৫), বাবু গাজী (৩৫), নাহিদ গাজী (২৬), ইকতার গাজী (৪০), তুরান গাজী (২৭), তবারেক গাজী (৩০), শিরিনা (৪৫) ও নারগিস (২৫) আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) ইকরাম হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় আসলাম গাজীর মৃত্যু হয়েছে।