নড়াইলে রক্তযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলেন মাশরাফীর পিতা

264
156
নড়াইলে রক্তযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলেন মাশরাফীর পিতা
নড়াইলে রক্তযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলেন মাশরাফীর পিতা

স্টাফ রিপোর্টার

নড়াইলে রক্তযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে মাইজপাড়া ডিগ্রী কলেজ অডিটরিয়ামে ৩৩জন রক্তদাতা ও ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৭জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

একটি সেবামূলক সংগঠন মানবিক নড়াইলের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজার গর্বিত পিতা গোলাম মোর্ত্তজা স্বপন।

মানবিক নড়াইল গ্রুপের এডমিন ও ক্রিয়েটর হুমাইরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনমাইজপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ কৃষ্ণপদ সাহা, ঠিকাদার কামরুল আলম, বাঁধন নড়াইল সভাপতি হায়দার আপন, নড়াইল ভলেন্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা সাদাত সাকিব প্রমুখ।

বক্তারা বলেন, মানবকি নড়াইল গ্রুপের মাধ্যমে বিনামূল্যে রোগীদের রক্ত দিয়ে আসছে। এছাড়া গরীব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন সহ মানবতার সেবা করে চলেছেন। আমাদের সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। অনুষ্ঠানে রক্তদাতা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।