নড়াইলের কালিয়ায় দুই পক্ষের সং’ঘর্ষে আহত ৮

0
680
দুই পক্ষের সং'ঘর্ষে

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় একটি শুপারি গাছে পে’রেক ঠুকে বেঞ্চি তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের সং’ঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের কালিয়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা ও পুলিশ জানায়, উপজেলার পুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি সরদার তবিবর রহমানের একটি শুপারি গাছে জো’র পূর্বক পে’রেক ঠু’কে একই গ্রামের ওমর সরদার তার নিজস্ব বসার বেঞ্চি তৈরী করলে তবিবর রহমান তাতে বাঁধা দেয়।

এরই জের ধরে ওই দিন বিকাল ৫টার দিকে ওমর সরদার ও তার লোকজন তবিবরের সমর্থক একই গ্রামের রাসেল শেখকে (১৮) এলোপাতা’ড়ীভাবে কু’পিয়ে আহত করে। পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খবর পেয়ে তবিবর সরদারের সমর্থকরা রাসেলকে উদ্ধার করতে গেলে তাদের ওপরও হামলা চালায়

এতে দুই পক্ষের সং’ঘর্ষে বেঁধে যায়। এতে লিটন সরদার (৪০), সাবু সরদার (১৯), ওমর সরদার (৬২) ও তানিয়া খানমসহ (২৫) অন্তত ৮জন আহত হয়। কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইকরাম হোসেন বলেন, ‘কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’