কবিতাঃ নিশ্চুপ অভিমান

1
65
নিশ্চুপ

নাঈম হাসান

এমন নিশ্চুপ নির্ঘুম অভিমান নিয়ে ক’দিন বেঁচে ফিরছে ফুলেরা?
তবুও তোমার চোখের পাঁপড়ি কেন ভেজা?
দীর্ঘদিন যেই কবিতা আমি লিখিনি তার সকল পঙক্তি আঁকা
তোমার মন খারাপের বিবরণে
ভুলেরও কি অবসান থাকে?
কোনদিন বাস স্টপে সিগা’রেট পু’ড়ে যাওয়া ছা’ই হওয়া সময়
তোমার চলার পথে কি চেয়েছিলাম?

রোদ উঠে বৃষ্টিও হয় ,
এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে বিশ্রী স্থান ,
বিদায় শব্দটায় আমার ঘৃ’ণা কাজ করে।
তবু দিতে হচ্ছে বিদায়।
তোমার চোখের পাঁপড়ি কেন ভেজা?

কোনদিন কি তোমার চোখ পড়েছে টাইমলাইনে?
কবিতা ভর্তি যেই ফুলের বিবরণ দিয়েছি ,
সেই ফুল রোপন করিনি।
সেই ফুল আমার বাগানে কোনদিন ফুটছেনা ।
তবুও সেই ফুলের মালাই ভুল করে আমিই পরি,
বারবার পরি।

লরেল ফুল কাঁদে শুনেছি ,
তোমার চোখের পাঁপড়ি কেন ভেজে?