খুলনায় টিসিবির উদ্যোগে ৪৫ টাকায় প্রতি কেজি পেঁয়াজ

2
19
১৯৮ টন পেঁয়াজ

নিউজ ডেস্ক

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে খুলনার পাঁচটি পয়েন্টে ৪৫ টাকায় কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। টিসিবির উদ্যোগে খুলনার ডিসির কার্যালয়ের সামনে, টুটপাড়া কবরখানার মোড়, ময়লাপোতা মোড়, নিউমার্কেট এলাকা ও দৌলতপুর বাসস্ট্যান্ড পয়েন্ট থেকে সকাল ১০টা থেকে প্রতি ট্রাকে এক টন করে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

টিসিবির খুলনার অফিস প্রধান রবিউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এই পয়েন্টগুলো থেকে একজন ক্রেতা ৪৫ টাকা কেজি দরে এক কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। এছাড়াও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশ দায়িত্ব পালন করছেন।

ক্রেতারা এসময় জানান, স্থানীয় বাজারে প্রতি কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। এখানে ৪৫ টাকায় কেজি নিচ্ছে। টিসিবি এভাবে বিক্রি করলে বাজারে দাম কমে যাবে। ডিলাররা জানান, প্রতি কেজি ৪৫ টাকা দরে বিক্রি করছেন। কিন্তু তা পর্যাপ্ত নয়। মানুষের চাহিদা অনেক বেশি। টিসিবি সরবরাহ বাড়ালে তারা পেঁয়াজ বিক্রি করতে পারবেন।