নড়াইলের কালিয়ায় দেড় হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

3
36
কালিয়া
কালিয়া, নড়াইল ম্যাপ

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় সরকারের প্রনোদনা প্রকল্পের আওতায় দেড় হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার (১৭নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সোহেলী পারভীন নিরি, উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস, উপসহকারি কৃষি কর্মকর্তা এস এম আবুল হাসান, আতিয়ার রহমান ও উজ্জ্বল কান্তি মল্লিক প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার ৯০০ কৃষককে ১কেজি করে সরিষার বীজ ও ৩০ কেজি করে সার, ১০০ কৃষককে ৫ কেজি করে শীতকালিন মুগবীজ ও ২০কেজি সার, ৩০০ কৃষককে ১ কেজি করে তিলবীজ ও ৩০কেজি সার এবং ১৮০জন কৃষকের মধ্যে ৫ কেজি করে গ্রীষ্মকালিন মুগবীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।