নড়াইলে গণপ্রকৌশল দিবস ও ৪৯ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

7
17

স্টাফ রিপোর্টার

“লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে কেককাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আইডিইবি জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি পালন উপলক্ষে কেককাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। আইডিইবি’র জেলা শাখার সভাপতি মোঃ মাহামুদুল আলার সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, আইডিইবির সদস্যভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।