নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার ৫০টি কিটস প্রদান

0
10

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌর মেয়র ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০টি কিটস প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফ সাহানুর রহমানের নিকট কালিয়া পৌরসভা থেকে ৫০টি কিটস মেয়র মুশফিকুর রহমান হস্তান্তর করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখ, কাউন্সিলর শেখ ফসিয়ার রহমান, ডা. জয়ন্ত কুমার দাশ, ডা. ফারজানা ইসলাম বারিয়া, মো. গোলাম কিবরিয়া, শংকর কুমার অধিকারী প্রমুখ।

পৌর মেয়র এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনকালে ভর্তিকৃত দু’জন ডেঙ্গু ও অন্যান্য রোগীদের খোঁজখবর নেন। ডেঙ্গু রোগ সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গু নিয়ে ক্রাইসিস চলছে, সরকারী ও বেসরকারীভাবে এর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে।’