ডেঙ্গু টেস্টের নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য রাখায় ন্যাশনাল ও অলোক হেলথকে জরিমানা

0
17

স্টাফ রিপোর্টার

সরকার কর্তৃক মূল্য নির্ধারনের পরেও ডেঙ্গু রােগীদের কাছে থেকে চিকিৎসার ফি ছাড়াও অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কিনা মাঠে নেমে তদারকি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাদের অভিযান অব্যাহত থাকে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক আফরোজা রহমান ও সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

তদারকিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু টেস্টের নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য রাখায় ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক ও আলোক হেলথ কেয়ার লিমিটেডকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১ সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য পরীক্ষাগুলোর সরকার নির্ধারিত মূল্য: ১/ NS1- ৫০০ টাকা (সর্বোচ্চ), আগের মূল্য ছিলো ১২০০ টাকা থেকে ২০০০ টাকা; ২/ IgM + IgE অথবা IgM/ IgE, ৫০০ টাকা (সর্বোচ্চ), আগের মূল্য ছিলো ৮০০ টাকা থেকে ১৬০০ টাকা; ৩/CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ), আগের মূল্য ছিলো ১০০০ টাকা।

কোন প্রতিষ্ঠান ডেঙ্গু পরীক্ষার মূল্য সরকার নির্ধারিত মূল্য থেকে বেশি নিলে অথবা অন্য কোনো অনিয়ম পাওয়া গেলে, তাৎক্ষণিকভাবে বিলসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ে অভিযোগ করতে হবে। অভিযোগের জন্য ইমেইল: [email protected] অথবা প্রয়োজনে যোগাযোগ করুন: ০১৭১৮২৬৬৫০১ নম্বরে।