বেকারী থেকে ফার্মেসি সবখানে ভেজাল ও অনিয়ম, ভোক্তা অধিকার নিশ্চিতে শাস্তি

0
38

স্টাফ রিপোর্টার

বুধবার (১০ জুলাই) রাজধানীর খিলগাঁও থানা এলাকায় বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর সার্বিক তত্ত্বাবধায়নে এই অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ মাসুম আরেফিন ও সহকারী পরিচালক আফরোজা রহমান।

অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মৌবন বেকারী এন্ড কনফেকশনারীকে ৪০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদনের অপরাধে বিক্রমপুর বিস্কুট এন্ড বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মুর্শেদের গোশতের দোকানকে ১ হাজার টাকা এবং ওজনের কারচুপি অপরাধে রহিমের ফলের দোকানকে ৫শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়াও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে গ্রীন ফার্মা ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও সাময়িকভাবে বন্ধ করা হয়। বুধবার তদারকিতে সর্বমোট ১ লক্ষ ১১হাজার ৫শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে খিলগাঁও থানা পুলিশ সহায়তা প্রদান করে।