মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে রাজধানীর ৬টি ফার্মেসীকে জরিমানা ও শাস্তি

834
627

স্টাফ রিপোর্টার

বুধবার (৩ জুলাই) মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে রাজধানীর রামপুরা, রমনা, মগবাজার ও বনশ্রী এলাকার ফার্মেসীগুলোকে জরিমানাসহ সাজা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর সার্বিক তত্ত্বাবধানে এই পর্যবেক্ষণ তদারকি করেন সহকারী পরিচালক মাসুম আরেফিন ও আফরোজা রহমান।

উক্ত এলাকাসমূহে মোট ১৬টি ফার্মেসিতে অনুসন্ধান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে মগবাজার এলাকায় ট্রাস্ট ফার্মা ও মেসার্স ইস্কাটন ড্রাগ স্টোরকে ৩০ হাজার টাকা করে ৬০হাজার টাকা, রামপুরা এলাকায় তিথি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে ফার্মেসীগুলোকে সাময়িকভাবে বন্ধ করার শাস্তি প্রদান করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে মালিবাগ এলাকায় মা ফার্মেসী, দোহা ড্রাগ হাউজ ও তাজ ফার্মা ১০হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অদ্য তদারকিতে ৬টি ফার্মেসীকে মোট ১ লক্ষ টাকা জরিমানা ও তিনটি ফার্মেসীকে সাময়িকভাবে বন্ধ করা হয়। তবে পরিচালনাকালে ১০টি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়নি। এসময় তদারকিতে পুলিশ ব্যাটালিয়ন সার্বিক সহায়তা প্রদান করে।