নড়াইলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনে অবস্থান কর্মসূচী পালিত

8
24

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবিতে নড়াইলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ২য় দিনের মত অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) নড়াইল পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বরে এ অবস্থান কর্মসূচী পালিত হয়। সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়। জেলার তিনটি পৌরসভা নড়াইল, লোহাগড়া ও কালিয়ার কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচী চলাকালে নড়াইল পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুজ্জামান, সাধরণ সম্পাদক সিরাজুল ইসলাম, নড়াইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহম্মদ, সচিব মোঃ ওহাবুল আলম, স্যানেটারী ইনেস্পেক্টর সুজন ঘোষসহ অনেকে বক্তব্য রাখেন। এ কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোঃ রেজাউল বিশ্বাস।

বক্তরা অবিলম্বে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতাদী প্রদানসহ পেনশন প্রথা চালুর জোর দাবি জানান। তাদের এ দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচী গ্রহন করা হবে বলে বক্তারা বলেন।