নড়াইলে পালিত হল আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস

0
14

স্টাফ রিপোর্টার

নড়াইলে পালিত হল আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস। রবিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে বেলুন উড়িয়ে দিবসের শূভ সূচনা করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুিষ্ঠত হয়। জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি তথ্য কমিশন, ঢাকার তথ্য কমিশনার, নেপাল চন্দ্র সরকার। এ সময় অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়ারুল ইসলামের (সার্বিক) জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়, নড়াইল সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যক্ষ মোঃ শামীম আহম্মেদ, জেলা মহিলা বিষক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, সরকারি কর্মকর্তা, সমাজসেবার নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদার,পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ শামছুল,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম সাইদুর রহমান, কর্মচারি, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, এন জিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।