কায়রোতে দাফন হলো মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির

0
8

ডেস্ক/এসএস

গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে মঙ্গলবার কায়রোর পূর্বাঞ্চলে দাফন করা হয়েছে। এএফপি সূত্রে তিনি আদালতে পড়ে যান এবং সেখানেই মৃত্যুবরণ করার একদিন পর তাকে দাফন করা হলো। তার এক আইনজীবী একথা জানিয়েছেন।

মুরসির আইনজীবী আবদাল মোনাইম আবদাল মাকসুদ জানান, কায়রোর পূর্বাঞ্চলীয় মাদিনাত নসরে মুরসিকে দাফন করা হয়। এ সময় সেখানে তার পরিবার উপস্থিত ছিল। তোরা কারাগার হাসপাতালে তার জানাজা নামাজ পড়া হয়। সেখানে সোমবার তাকে মৃত ঘোষণা করা হয়। মুসলিম বাদারহুডের সদস্য মুরসি ২০১৩ সালে সামরিক বাহিনীর হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হন এবং তার পর থেকেই তিনি কারাবন্দী ছিলেন। সেসময় তাকে ক্ষমতাচ্যুত করে মিশরের নেতা হন আবদুল ফাত্তাহ আল-সিসি, যিনি এখন মিশরের প্রেসিডেন্ট। মুরসির মৃত্যুতে তাঁর লক্ষ লক্ষ অনুসারী দুঃখ প্রকাশ করেন।