বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সামনে বাংলাদেশের রানের পাহাড়

3
16

এমএসএ

বিশ্বকাপে ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেরা সংগ্রহ ৩৩০

নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০৪ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। রবিবার (২ জুন) ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ডু প্লেসিসের দল। ২০১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল টাইগাররা। শুরুতেই দুই ওপেনার তামিম ও সৌম্য ৬০ রানের জুটি গড়েন। ৮.২ ওভারে ফেলুকোয়ায়োর বলে ২৯ বলে ১৬ রান করে আউট হন তামিম। ১১.৪ ওভারে মরিসের কট বিহাইন্ড হন সৌম্য। ৯টি চারে ৩০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন সরকার। ক্রিজে তখন সাকিব ও মুশফিক। বাংলাদেশের ইনিংস এগোতে থাকে। এক পর্যায়ে দু’জনেই অর্ধশতক পূর্ণ করেন। ১৪২ রানের পার্টনারশিপে ব্যক্তিগত ৭৫ (৮৪) রানে তাহিরের বলে বোল্ড হন সাকিব। ৮ টি চার আর ১ ছক্কায় তিনি ৭৫ রান করেন। দলীয় ২১৭ রানে আউট হলে মুশফিকের সাথে ২৫ রানের জুটি গড়েন মিথুন। এবারও তাহিরের শিকার হন আলী। ২টি চার ও ১ ছক্কায় ২১ বলে ২১ রান করে দলীয় ২৪ রানের সময় প্যাভিলিয়নে ফেরেন আলী। ৪১.৪ বলে বাংলাদেশ দলীয় ২৫০ রান তুলতে সক্ষম হয়। ৪২ ওভারের শুরুতেই ফেলুকোয়ায়োর বলে ডুসেনের হাতে ক্যাচ তুলে দেন মুশফিক। ৮ চারে ৮০ বলে ৭৮ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। ৫ উইকেট পতনের পর গুরুত্বপূর্ণ ৬৬ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক। ৪৮ ওভারে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৩০২। চারটি চারে ২০ বলে ২৬ রানে মরিসের শিকার হন মোসাদ্দেক। ৩ চার ও ১ ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৪৬* রানের এক অনবদ্য ইনিংস খেলেন রিয়াদ। অপরদিকে ৫* রানে অপরাজিত থাকেন মিরাজ। শেষ ৪ ওভারে বাংলাদেশ তুলে নেয় ৫৪ রান। ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। বিশ্বকাপে ও একদিনের ম্যাচে এটাই বাংলাদেশের সেরা সংগ্রহ।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ বাংলাদেশ- তামিম ১৬ (২৯), সৌম্য ৪২(৩২), সাকিব ৭৫ (৮৪), মুশফিক ৭৮ (৮০), মিথুন ২১ (২১), মাহমুদুল্লাহ ৪৬* (৩৩), মোসাদ্দেক ২৬ (২০), মিরাজ ৫* (৩)। দক্ষিণ আফ্রিকা- এনগিডি ৪-০-৩৪-০, রাবাদা ১০-০-৫৭-০, ফেলুকোয়ায়ো ১০-১-৫২-২, মরিস ১০-০-৭৩-২, মারক্রাম ৫-০-৩৮-০, তাহির ১০-০-৫৭-২, দুমিনি ১-০-১০-০।