ভাগ্য গণনাকারি জানতেন না তার ভাগ্যে ৫০ হাজার টাকা জরিমানা ছিল

2967
9074

ডেস্ক/এসএস

ভাগ্য গণনাকারি প্রতিষ্ঠান এবং বিদেশি পাথর বিক্রয়কারক প্রতিষ্ঠান শেষ দর্শন আজমেরি জেমসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটিতে অবস্থিত এই প্রতিষ্ঠানে বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, সহকারী পরিচালক মো মাসুম আরিফিন ও আফরোজা রহমান।

অভিযান শেষে শাহরিয়ার বলেন, ‘আমরা শেষ দর্শনের কাছে তিনটা বিষয় জানার ছিলো, প্রথমতো তারা যে পাথরগুলো বিদেশ থেকে নিয়ে আসে তার আমদানি কারকের স্টিকার আছে কি না, দ্বিতীয় তাদের কাছ থেতে যারা পাথর ক্রয় করে তাদের কোন ভাগ্য পরিবর্তন হয় কি না? প্রত্যেকটা পাথরের মূল্য প্রদর্শন করা।’ তিনি আরও বলেন, ‘আমরা মূলত আজকে মূল্য প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছি। আগামীতে আমরা তাদের পাথরগুলো পরীক্ষা করবো। আমরা তাদেরকে পাথর রপ্তানির কাগজপত্র এবং কিভাবে ভাগ্য পরিবর্তন হয় তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।’

এসময় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা তাকে প্রশ্ন করেন, আপনারা অন্যদের ভাগ্য গণনা করেন কিন্তু আজকে যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা আসবো এটা আপনারা জানতেন না? এমন প্রশ্নেরর জবাবে ভাগ্য গণনাকারি প্রতিষ্ঠান লিটন দেয়ানের ম্যানেজার বললেন, ‘স্যার আপনারা ঈদের আগে জরিমানা করলে কিভাবে টাকা পরিশোধ করবো। এখন আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না।’