নড়াইলের লোহাগড়ায় ‘শান্তিনিবাস’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

3
50

স্টাফ রিপোর্টার

ঠিকানাবিহীন দুঃস্থ মানুষের জন্য নড়াইলের লোহাগড়া উপজেলা সদরে তিনতলা বিশিষ্ট ‘শান্তিনিবাস’ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টায় প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন মিয়া এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী মাহবুবুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত মোঃ আহসান হাবিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১টি ডাইনিং ও ১টি বিনোদন কক্ষসহ মোট ১৫ কক্ষবিশিষ্ট ৩ তলা এ ভবনের নির্মান ব্যয় ধরা হয়েছে এক কোটি ৮০ লাখ টাকা। মোট ৫২ জন ঠিকানাবিহীন দুঃস্থ মানুষের আবাসন হবে এ শান্তি নিবাসে। প্রতিটি কক্ষের সাথে থাকবে একটি করে বাথরুম।