নড়াইলে ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ (৬-১২ মে) পালন উপলক্ষে র‍্যালী ও সভা

2
13

স্টাফ রিপোর্টার

৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ (৬-১২ মে) পালন উপলক্ষে নড়াইলে আজ সোমবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়,পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরফুদ্দিন, নিরাপদ সড়ক চাই নিসচা কেন্দ্রীয় সদস্য ও নড়াইল জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, বিআরটিএ ইনেসপেক্টর রাম কৃষ্ণণ পোদ্দার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি বিটিভি প্রতিনিধি ইনামুল হক টুকু। এছাড়া বক্তব্য রাখেন বাস মালিক সমিতির সম্পাদক, জেলা মটর পরিবহন শ্রমিক সম্পাদক সাদেক খান, সাংবাদিক জামিউর রহমান জামী, নিসচা জেলা সদস্য মো উজির আলী ও কাজল রেখা, মটর পরিবহন শ্রমিক মো মিন্টু প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপতিনিধি, নিরাপদ সড়ক চাই নিসচার সদস্য, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মটর পরিবহন শ্রমিক, ড্রাইভার, ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেয়। নড়াইল জেলা প্রশাসন ও বিআরটিএ নড়াইল ও যশোর সার্কেল যৌথভাবে এর আয়োজন করে।