নিজস্ব হাইড্রেন্ট ও ইউনিট দিয়ে ডেল্টা লাইফ টাওয়ারের আগুন নেভানো হয়

0
10

নিউজ ডেস্ক

শনিবার সকাল ৬ টায় রাজধানীর গুলশান ১ নম্বরে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটে আগুন লাগার পর গুলশান ২ এর বহুতল ভবন ডেল্টা লাইফ টাওয়ারে আগুন লাগে। ভবনটির চতুর্থ তলার সার্ভার রুমে দিনের বিকাল ৩টা ৪৭ মিনিটে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনা হয়।

সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভবনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়। বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভবনটির চার তলার সার্ভার রুমে আগুন লাগে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, ভবনটির এই ফ্লোরে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না।

সূত্র মতে, ডেল্টা লাইফ ভবনের চার তলায় অস্ট্রিয়া, ডেনমার্ক ও সুইডেনের ভিসা সেন্টার অফিস রয়েছে। একই তলার একটি স্টোর রুমের লাইট ওভারহিট হয়ে বিস্ফোরিত হলে এ আগুন লাগে। ভবনের নিজস্ব হাইড্রেন্ট ও ফায়ার ফাইটিং ইউনিট দিয়ে আগুন নেভানো সম্ভব হয়।