হোমটাস্ক

4
11

কবিতা/ফায়েক বিশ্বাস

স্কুলে গিয়ে মন দিয়ে পড়বি বুঝলি
সামনের বেঞ্চিতে আগেই জায়গা দখল করতে হবে
ওবাড়ির পল্টুর নম্বর তোর থেকে বেশী
এবার টেষ্টে এলাও হতে না পারলে বুঝবি
খাওয়া দাওয়া সব বন্দ মেয়েদের দিকে তাকাবি না স্কুল থেকে সোজা বাড়ি
জানিস তো তোর বাপ কেমন রাগী
না মাম্মি আমি জানি
কোচিং সেন্টার থেকে ফিরেই হোমটাস্ক সেরে নিবি
আমি তো শুধু পড়ি আর পড়ি!
ওপাড়ার রসু সারাদিন যে খেলে?
ওর কথা ভাবলে জিপিএ পাঁচ পাবি ফাইনালে!
এই যে পাশের বাড়ির তৃপ্তি পড়ায় যেমন দেখতেও বেশ
সবখানেই গোল্ডেন এপ্লাস প্লেস
পেতেই হবে তোকেও
তবেই বাজিমাত খুব বড় চাকরি গাড়ি বাড়ি
মাস শেষে কতো টাকা পাবি কাঁড়ি কাঁড়ি
আজ থেকে নো ঘোরাঘুরি জানিস না কতো ওভার টাইম করে ফেরে তোর বাপী বাড়ি
হোমটাস্কটাও এখন ভীষণ দরকারি
দেখি গেলো পুড়ে বুঝি চুলোয় তরকারি
আর ভাল্লাগে না দিন রাত যাচ্ছি খেটে সংসারের নিকুচি করি
ঐ দেখ সময় বয়ে যায় যেতে হবেনা টিউটর বাড়ি!
হোমটাস্কটাও এখন খুব দরকারি
ব্যাগের ভারে মাথা হচ্ছে বেজায় ভারি! আমি পড়ি আর পড়ি-
আজকাল লেখাপড়া খুব দামি
শিক্ষা হয়ে গেছে পণ্য সফল
বিনিয়োগ আমদানি রপ্তানি।