নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

2
5

স্টাফ রিপোর্টার

“নিরাপদ মানসম্মত পণ্য” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল বিশ্ব ভোক্তা অধিকার দিবস। শুক্রবার দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নড়াইল জেলা কমিটির সহযোগিতায় র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়।

দিবস পালনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য সচিব মুহাম্মদ আল আমিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আলমগীর সিদ্দিকী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ মজুমদার, জেলা মার্কেটিং কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম,কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নড়াইল জেলা কমিটির সভাপতি কাজী হাফিজুর রহমান, রূপগঞ্জ বাজার শিল্প বণিক সমিতির সভাপতি আলহাজ্জ্ব মোঃ রজিবুল বিশ্বাস,সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, ভোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।