স্বপ্নযাত্রার উদ্যোগে আইসিটি কর্মশালা

3
9

চট্টগ্রাম প্রতিনিধি

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বপ্নযাত্রার উদ্যোগে এবং স্বপ্নযাত্রা ইনোভেশন কাউন্সিলের সহযোগিতায় পটিয়া ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ে ২ দিনের আইসিটি কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার বিদ্যালয়ের সভাকক্ষে কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রার চেয়ারম্যান ধীমান বড়ুয়া। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ওয়াসার সিনিয়র প্রকৌশলী সাইফুল ইসলাম। বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির প্রকৃত জ্ঞান অর্জনে ব্যবহারিক শিক্ষায় সবচেয়ে বেশি মনোযোগ দেয়া প্রয়োজন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার গুণগত বিকাশ ঘটাতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তারা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সুকৃতি রাণী দে, শিক্ষক সাজেদুল ইসলাম, স্বপ্নযাত্রা ইনোভেশন কাউন্সিলের পরিচালক সালমান সুমন, সহকারী পরিচালক মঈন উদ্দিন মিশকাত প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কীশান শীল, ফয়সাল জোয়ারদার, রাইফ এনাম, ফয়সাল মুন্না। পরে কর্মশালায় অংশগ্রহনকারী বিভিন্ন শ্রেণীর সত্তর জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।