নড়াইলে জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

15
15

স্টাফ রিপোর্টার

নড়াইলে জেলা পর্যায়ের শুদ্ধসুরে জাতীয় সংঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংঙ্গীত চর্চাকে অনুপ্রাণিত করতেই দলগত জাতীয় সংঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ক-গ্রুপে (প্রাথমিক ও ইবতেদায়ী বিভাগে) গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম, খ-গ্রুপে (মাধ্যমিক বিভাগে) গোবরা পার্বতী বিদ্যাপীঠ প্রথম এবং গ- গ্রুপে (কলেজ বিভাগে) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ প্রথম স্থান অধিকার করে। প্রথম স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক মলয় কুমার কুন্ডু, নারীনেত্রী রাবেয়া ইউসুফ, সরকারি কর্মকর্তা, জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, সংঙ্গীত শিল্পী আ ন ম, নাজমুল হক, মাহাবুবুর রহমান লিটু, আশীষ কুমার বিশ্বাস,স্বতন্ত্র বুলবুল, মাসুদুল হক টুটুল, সালাউদ্দিন শীতল।

এ প্রতিযোগিতায় জেলার তিনটি উপজেলা ও নড়াইল পৌরসভার বিজয়ী ক গ্রুপে (প্রাথমিক ও ইবতেদায়ী বিভাগ) ৪টি প্রাথমিক বিদ্যালয়, খ-গ্রুপে (মাধ্যমিক বিভাগ) ৪টি বিদ্যালয় এবং গ গ্রুপে (কলেজ বিভাগ) ৪টি কলেজ অংশগ্রহণ করে।