চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৫ জনের মৃত্য

2
14

নিউজ ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এখনো নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি। এঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিকের বেশি মানুষ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটর্ফোডে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীর চকবাজারে কেমিক্যাল গোডাউনে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনতা কাজ করে। জেলখানার পুকুর ও সিটি কর্পোরেশনের পানি সরবরাহ করা গাড়ি থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করা হয়।

জানা যায়, চকবাজারে অবস্থিত ওয়াহেদ ম্যানশন নামের ৭ তলা ভবনে প্রথমে আগুন লাগে। ভবনটির নিচতলায় কেমিক্যাল গোডাউন এবং প্লাস্টিক তৈরির উপকরণের দোকান ছিল। এরপর আশেপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

তেজগাঁও বিমানবন্দর থেকে দিবাগত রাত ৩টা ৪৮ মিনিটে পানি নিয়ে হেলিকপ্টার দুটি ঘটনাস্থলের দিকে রওনা দেয়। এরপর আকাশ থেকে পানি ছেটানো হয়।