নড়াইলে এক নারীর জালিয়াতি, অবশেষে কারাদণ্ড

1
46

স্টাফ রিপোর্টার

নড়াইল প্রথম যুগ্ম জেলা দায়রা জজ-১ আদলত নাজমা বেগমকে (৪০) চার মাসের কারাদণ্ড ও দেড়লক্ষ টাকা জরিমানা করেছেন। সোমবার (১১ফেব্রুয়ারী) সকাল ১১টায় আদালত কক্ষে এ রায় দেন বিচারক আবু বক্কার সিদ্দিক।

আদালত সূত্রে জানা যায়, জেলার কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের মোশারেফ শেখের নিকট থেকে তিন বছর আগে পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের প্রবাসী খাজা মিয়া শেখের স্ত্রী জমি খরিদ করার জন্য দেড় লক্ষ টাকা ধার নেন। পরে নাজমা বেগম ওই টাকার বিপরীতে কালিয়া সোনালী ব্যাংক লিঃ এর একটি দেড় লক্ষ টাকার চেক মোশারেফ শেখকে দেন।

একাউন্টে টাকা না থাকায় যথাযথ আইনী প্রক্রিয়া শেষে মোশারেফ বাদী হয়ে নড়াইল আদালতে এসসি-৩২৯/১৬ নম্বর মামলাটি দায়ের করেন। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি, এ্যাডঃ আলমগীর সিদ্দিকী, আসামী পক্ষে ছিলেন এ্যাডঃ আব্দুল হক। উল্লেখ্য, আসামী এখনো পলাতক।