গণতন্ত্রের জন্যই গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরিঃ তথ্যমন্ত্রী

2
5

নিউজ ডেস্ক

বানোয়াট সংবাদ পরিবেশন প্রতিহত করতে সকল গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গণমাধ্যমকে সমাজের দর্পণ বলে অভিহিত করে তিনি বলেন গণতন্ত্রের জন্যই গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরি।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মৌচাকে বার্তা সংস্থা ইউএনবি কার্যালয়ে তাদের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনবি’র প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খান। এসময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক সাখাওয়াত আলী খান। ইউএনবি জেলা প্রতিনিধিদের সাথে এসময় উপস্থিত ছিলেন ইউএনবি’র নড়াইল জেলা প্রতিনিধি এ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী।