কুমিল্লায় নিহত ও আহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে

1
4

নিউজ ডেস্ক

গতকাল শুক্রবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে এক ইটের ভাটায় কয়লার ট্রাক উল্টে ১৩ জন ভাটার শ্রমিক ঘুমন্ত অবস্থায় নিহত হন। এ ঘটনায় ৫ জন শ্রমিক আহত হন। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১ লাখ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। শনিবার (২৬ জানুয়ারি) সকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন। জানা যায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এই আর্থিক সহায়তা দেয়া হবে।

শুক্রবার ভোরে চৌদ্দগ্রামের গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা নীলফামারী জেলার জলঢাকা থানার পাঠানপাড়া ও রাজবাড়ি গ্রামের বাসিন্দা। সূত্রে আরো জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে ইট ভাটার জন্য আনা একটি ট্রাক থেকে কয়লা নামানোর সময় হঠাৎ তা উল্টে গিয়ে ভাটার লেবার শেডের ঘুমন্ত শ্রমিকদের ওপর পড়ে। এতে সেখানে কয়লা ও ট্রাকে একসাথে চাপা পড়ে ঘটনাস্থলেই ১২জন এবং পরে হাসপাতালে নেয়ার পর আরো একজন শ্রমিকদের মৃত্যু হয়।