সড়ক কেড়ে নিল পিতা-পুত্রসহ চারজনের প্রাণ

3
12

নিউজ ডেস্ক

সড়কে মৃত্যু যেন ফাঁদ পেতে বসে আছে। হয় সংঘর্ষ, না হয় বেপরোয়া ‘ড্রাইভিং’, কিংবা অসচেতনতা। সড়কে দুর্ঘটনার জন্য প্রায় প্রতিদিন মানুষকে মৃত্যু অথবা পঙ্গুত্বকে বরণ করে নিতে হচ্ছে। অকালে ঝরছে জীবন, পরিবার হারাচ্ছে আপনজন। এভাবে আর কত? সম্প্রতি বগুড়ায় সড়কে পিতা ও পুত্রের একই সাথে প্রাণ গেল। অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে মারা গেছেন এক শিশুসহ চার জন।

বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া-ঢাকা দ্বিতীয় বাইপাস সড়কে বগুড়া সদরের মানিকচক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ওই মহাসড়কের মানিকচক বাজারে শ্যালোম্যাশিন চালিত ভটভটি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা (২৭) ব্যক্তির মৃত্যু হয়।

পরে অটোরিকশার আহত তিন যাত্রী ইব্রাহীম (৫), তার বাবা সামিউল এবং সাবেদ আলী (৪৮)কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইব্রাহীম ও পিতা সামিউল’র মৃত্য হয়, পরবর্তীতে সাবেদ আলীও মারা যান।