বিজয়ের দিনে নড়াইল উন্নয়নে মাশরাফীর আরেকটি উদ্যোগ

49
393

নিউজ ডেস্ক

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইলবাসীর সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে, নড়াইল শহরকে সিসিটিভি কাভারেজের আওতায় নেওয়ার জন্য কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবং সিডনিশান ইন্টারন্যাশনাল এর মধ্যে আজ রবিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দাহুয়া-সিডনিশান সেন্টারে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফী বিন মোর্ত্তজা ও সিডনিশান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী সাগর টিটো।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, নড়াইলবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সামাজিক ও জনহিতকর কার্যকলাপ পরিচালনা করে থাকে। সে ধারাবাহিকতায় বিশ্বখ্যাত সিকিউরিটি ব্রান্ড “দাহুয়া টেকনোলজি” এর বাংলাদেশের একমাত্র পরিবেশক “সিডনিশান ইন্টারন্যাশনাল” নড়াইলে সিসিটিভি স্হাপণের প্রকল্প বাস্তবায়ন করবে।