নড়াইলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক নারীকে ঢাকা পঙ্গুতে স্থানান্তর

9
143

স্টাফ রিপোর্টার

নড়াইলে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে এক নারী মৃত্যুর হাত থেকে রেহাই পেলেও বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। শেষ খবর অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন রঘুনাথপুর গ্রামের আইয়ুব আলী খাঁর মেয়ে নড়াইলে আসার উদ্দেশ্যে ইজিবাইকে ওঠেন। ইজিবাইকটি গঙ্গারামপুর এলাকায় পৌঁছালে সেখানে উল্টো দিক দিয়ে আসা একটি অটোভ্যান ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকটি উল্টে গিয়ে ওই নারী মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে ধরাধরি করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আঃ রহমান তার অবস্থা আশংকাজনক জানিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। এ প্রসঙ্গে ভুক্তভোগীর পিতা আইয়ুব আলী খাঁ বলেন, বর্তমানে অটোভ্যানগুলো রাস্তাঘাটে বেপরোয়াভাবে চলাচল করে। নিয়মশৃঙ্খলার তোয়াক্কা না করে এভাবে গাড়ি চালানোর কারণে আজ তার মেয়েকে পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে।