নড়াইলে চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে গুণিজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

4
20
কালিয়ায় যুবককে কুপিয়ে আহত ॥ আটক ৪
নড়াইল জেলা

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে গুণিজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্টেরর উদ্যোগে ৬১ জন কৃতি শিক্ষার্থী ও ২০জন গুণিজনকে সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্থানীয় চালিতাতলা বাজারসহ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়।

পরে গুনিজন সংবর্ধনা, শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্টের সভাপতি মোঃ আনোয়ার হোসেন পান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি নড়াইলের নবাগত জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, বাংলাদেশ মহিলা সমিতির যুগ্মসাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহানা রেজা পিউলি, আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী ৬১ জন কৃতি শিক্ষার্থী ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি এবং ও ২০ জন গুণিজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।