নড়াইলে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

8
18

স্টাফ রিপোর্টার

নড়াইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০১৭ সালের জেলার শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, নড়াইল অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী।

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলার ৫ জন শ্রেষ্ঠ শিক্ষক, ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী ১৬ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের, নড়াইলের সহকারি প্রকল্প পরিচালক অপূর্ব আদিত্যের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, নড়াইল জর্জ কোর্টের জিপি অ্যাডঃ অচিন কুমার চক্রবর্তী, সরকারি কর্মকর্তা, জেলার বিভিন্ন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।