নড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

9
11

স্টাফ রিপোর্টার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী স্মরণে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নড়াইলের আয়োজনে জেলা কার্যালয়ের সভাকক্ষে এ প্রতিযোগতিা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক্ষুদে শিল্পীরা বঙ্গবন্ধু, শোকাবহ ১৫ আগষ্ট, ৭মার্চের ভাষণসহ বিভিন্ন চিত্র রঙের আঁচড়ে ফুঁটিয়ে তোলে।
প্রতিযোগীতায় প্রথম তাসলিম তাবাছুন মায়মুনা, দ্বিতীয় মোঃ রেজায়ান উদ্দিন আহম্মেদ ও তৃতীয় মোঃ রেদোয়ান উদ্দির তাজিন হয়েছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিবতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, খুলনা অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী খলিফা মোঃ আবুল কালাম আজাদ। এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, খুলনা অঞ্চলের আরইউএমএস ইউ প্রকল্পের উপ-পরিচালক মোঃ ছয়ফুদ্দিন, চিত্র শিল্পী নিখিল চন্দ্র, সিনিয়র সহ-প্রকৌশলী গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ কবির সহকারি প্রকৌশলী রবীন্দ্রনাথ হালদারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।