জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত, বিপর্যস্ত জনজীবন

6
5

ডেস্ক রিপোর্ট

জাপানের মধ্যাঞ্চলে রোববার শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এর ফলে ওই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দেশটির পশ্চিমাঞ্চল ইতোমধ্যে ভারী বর্ষণজনিত বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ঘূর্ণিঝড় জংডারি ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে বয়ে এসে শনিবার রাত একটার দিকে মিয়ে জেলায় আঘাত হানে। আঘান হানার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গ্রীষ্মমন্ডলীয় ঝড় পরিণত হয়েছে। তবে এখনও কিছু কিছু প্রদেশে সতর্কতা জারি রয়েছে। সরকারি টেলিভশন চ্যানেল এনএইচকে জানায়, ঝড়ে ছয়টি জেলায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছে।

স্থানীয় সরকার ঝড়টি মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। জরুরি কাজ ব্যতীত সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত মাসে ওসাকায় ৬.১ ভূমিকম্পে ৫ জন, জুলাইতে বন্যায় ২২৪ জন ও গত দু সপ্তাহে দাবদাহে অন্তত ৮৩ জন নিহত হয়েছে।

Pic: EPA