নড়াইলে পুলিশ সুপার কর্তৃক শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ

5
12

স্টাফ রিপোর্টার

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেছেন। শুক্রবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় তিনি নিজে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্র ও ছাত্রী হোস্টেলে আলাদা আলাদাভাবে এ মৌসুমী ফল বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ছায়েম আলী খান, নিউ মুসলিম ছাত্রাবাসের হোস্টেল সুপার, বাংলাদেশ ছাত্রলীগ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান রোজ, সাংবাদিকবৃন্দ প্রমুখ। নড়াইল পুলিশ লাইনের গাছের কাঁঠাল পুলিশ সদস্যদের বিতরণের পর এবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্র হোস্টেল ও ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীদের মাঝে যৌথভাবে এ কাঁঠাল বিতরণ করেন। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, হোস্টেলগুলোতে অনেক দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এসে লেখাপড়া করে। তারা পরিবারের সাথে থেকে মৌসুমী ফল খাওয়ার সুযোগ অনেকেই পায়না। সে কারণে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এ ব্যতিক্রমধর্মী আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে পুলিশ সুপারের ব্যতিক্রমধর্মী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরা। ছাত্রাবাসে অবস্থানরত ছাত্ররা জানান, নড়াইলের পুলিশ সুপার স্যার সত্যিই একজন মহৎ মানুষ। ছাত্রদের জন্য এরূপ ভিন্নধর্মী ব্যবস্থা করায় তারা খুবই খুশি।