আবারও চীন সফরে কিম

512
10

ডেস্ক রিপোর্ট

উত্তর কোরীয় নেতা কিম জং উন মঙ্গল ও বুধবার দুই দিনের সফরে এখন চীনে অবস্থান করছেন। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বারের মতো চীন সফরে গেলেন উত্তর কোরীয় নেতা কিম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরল বৈঠকের এক সপ্তাহ পর তার এই সফর।

চীনেই তিনি উ. কোরীয় নেতা হিসেবে প্রথম বিদেশ সফর করেন। জাপানের বাণিজ্যবিষয়ক দৈনিক নিক্কেই জানিয়েছে, কিম তার দেশের ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধ থেকে মুক্তি পেতে চাইছেন। বিনিময়ে তিনি পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। এক্ষেত্রে তিনি চীনকে তার পাশে পেতে চাইছেন বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।

এক সপ্তাহ আগে সিঙ্গাপুরে ঐতিহাসিক যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার ঐতিহাসিক বৈঠকের পর চীন উত্তর কোরিয়ার ওপর থেকে অর্থনৈতিক অবরোধ কিছুটা শিথিল করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিবেচনার আহ্বান জানায়। চীন ট্রাম্প-কিমের বৈঠকের সরাসরি সমঝোতা না করলেও নেপথ্যের কারিগর হিসেবে কাজ করে।